সালমান শাহঃ গতকাল জেব্রা ক্রসিং এ বাস দূর্ঘটনায় BUP(Bangladesh university of professional) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়াকে কেন্দ্র করে ” নিরাপদ সড়ক চাই” শিরোনামে আবারো আন্দোলনের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দুপুর ২ টায় জয়বাংলা চত্বরে বিক্ষোভ মিছিল করে। বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রাশিদা ইসলাম শৈলী বলে ” ২০১৮ সালের নিরাপদ সড়ক চাই আন্দোলনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে পরিবহন শ্রমিকরা। আমরা দেখেছি জাবালে নূরের রুট পারমিট বাতিল করা হলেও তা দাপটের সাথে রাস্তায় চলেছে আর এর ফলেই তারা এতোটা বেপরোয়া”। সাধারণ শিক্ষার্থীরা আরো দাবী করে” বর্তমানে শিক্ষার্থীদের হাফ ভাড়া মানছে না পরিবহন শ্রমিকরা”। আন্দোলনকারীরা পরিবহন খাতে নৈরাজ্য বন্ধ,শিক্ষার্থী দের হাফ ভাড়া নিশ্চিতকরণসহ ঐ বাস চালকের ফাঁসি দাবী করে।