আসাদ তালুকদার:
শনিবার(১৬ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী ফকির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি হাবিবা রহমান খান শেফালী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
এসময় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন।