আল মামুন দিশারি: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের পাশে তারাকান্দা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক অংশ নেয়। ‘দাবী মোদের একটাই, ১১তম বেতন গ্রেড চাই’ এই দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মো: আহসান হাবিব,ছাইয়দুল ইসলাম আকাশ, বেলায়েত হোসেন চৌধুরী, রেজাউল আলম, আবু সাঈদ সিদ্দিকি, আনোয়ার কাদির, লুৎফর রহমান দুলাল, আনোয়ার হোসেন, ইব্রাহিম খলিল, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, শামীম আরা প্রমুখ।
এসময়ে বক্তাগন প্রধান শিক্ষকদের পরের গ্রেড অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করে বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। প্রধান শিক্ষকের পরেই তাদের বেতন কাঠামো নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। মানববন্ধন
শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেন।