বাবলী আকন্দঃ
বাংলাদেশে জাতীয় সংসদে নারীদের জন্য ৫০ টি আসন সংরক্ষিত। গণপ্রতিনিধিত্ব আদেশ ২০০৯ ( সংশোধিত) অনুযায়ী ২০২০ সালের মধ্যে মূল দলের সকল পর্যায়ের কমিটিগুলোতে বাধ্যতামূলকভাবে ৩৩% নারী অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু জাতীয় পর্যায়ের কমিটিতে নারী অন্তর্ভুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে দলের নেতৃত্বস্থানীয় পদগুলোতে নারীর অংশগ্রহণ খুবই নগন্য।
আজ ইউএসএআইডি ও ইউকেএইড এর যৌথ অর্থায়নে স্ট্রেনেংথেনিং পলিটিকাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অগ্রগতির জন্য সমতা- রাজনীতিতে নারী বিষয়ে এক আলোচনা সভায় বক্তাগন একথা বলেন। এসময় নারীনেতাগণ তাঁদের সুপারিশমালা তুলে ধরেন। গণপ্রতিনিধিত্ব আদেশ ২০০৯(সংশোধিত) ধারা ৯০ বি বাস্তবায়নে নির্বাচন কমিশন অথবা রাজনৈতিক দল কর্তৃক ক্রেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা। রাজনৈতিক দলের মূলধারার কমিটিতে নারীর অংশগ্রহণ প্রত্যাশিত হারে বাড়ছে কিনা তা মনিটরিং সেল মনিটর করবে। তৃণমূল পর্যায়ে রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচন কমিশনে বাৎসরিক প্রতিবেদন পেশ করার বাধ্যবাধকতা থাকা, নির্বাচন সংক্রান্ত মনোনয়ন কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সাধারণ আসনেও ৩৩% নারী মনোনয়ন প্রদান করা,রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা,২০২০ সালের মধ্যে মূলধারার কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেক দলের নিজস্ব রোডম্যাপ তৈরি করাসহ তৃনমুলের কোন কমিটিতে কাঙ্ক্ষিত সংখ্যক নারী নেতা না থাকলে ক্রেন্দ্র থেকে সেই কমিটির অনুমোদন না দেয়ার সুপারিশমালায় উল্লেখ করা হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, ময়মনসিংহ মহিলা পরিষদের সভাপতি মনিরা বেগম অনু, অধ্যাপক দিলরুবা শারমিন, মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনোয়ারা খাতুন, ময়মনসিংহ শহর বিএনপির প্রতিনিধি শেখ আমজাদ আলী, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহেদুজ্জামান আরজু, জামালপুর যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক ফারহানা সোমা, টাঙ্গাইল জেলার মহিলা দলের প্রতিনিধি নাজমা পারভীন, আওয়ামী লীগের প্রতিনিধি জেবুন্নেসা চায়না, শেরপুর জেলা বিএনপির প্রতিনিধি মামুনুর রশীদ পলাশ প্রমুখ। উপস্থিত ছিলেন টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক নার্গিস আক্তার।