পূর্বময় ডেস্কঃ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের কৃতি সন্তান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, উম্মুল হাসনা।
বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা উম্মুল হাসনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।