আল মামুন দিসারি,তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ‘‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(১০ মার্চ) রবিবার তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী টি থানা প্রাঙ্গন থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আজিজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল করিম,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবুল মিয়া সরকার, আওয়ামীলীগ নেতা মেজবাহ উল আলম রুবেল চৌধুরী প্রমুখ।