বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে থিয়েটার সংলাপ ও পঙ্ক্তি সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত নিয়মিত ঘরোয়া আড্ডা-১৭ আসরে সংবর্ধিত হলেন ১৪জন মা এবং একজন নারী সংগঠক। গত ৮ মার্চ ২০১৯ খ্রিষ্টাব্দ শুক্রবার মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ঘরোয়া আড্ডায় এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয় মায়েেেদর হাতে। সংস্কৃতিকর্মী সেলিম মাহমুদ এর উপস্থাপনায় এবং থিয়েটার সংলাপ এর সভাপতি সুবীর দত্ত’র সভাপতিত্বে আলোচনা করেন মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামছুন্নাহার বেগম, ছড়াকার-গবেষক সংস্কৃতিকজন স্বপন ধর, পঙ্ক্তি সংস্কৃতি চর্চা কেন্দ্র’র সভাপতি চিত্তরঞ্জন দাস। সংস্কৃতি অঙ্গনের চাকাকে গতিময় করতে কাজ করছে এমন প্রবীন ও নবীন সংস্কৃতিকর্মীর মাকে এ সম্মান দেয়ার কাজটি শুরু করেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। ভবিষ্যতে এ আয়োজনটি অব্যাহত রাখার বিষয়েও অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটি। সংস্কৃতিগর্ভা জননী-২০১৯ স্মারক পেলেন যারা: প্রাবন্ধিক ও গবেষক স্বপন ধর’র মাতা- বাণী প্রভা ধর, নাট্যকার ও পালাকার লক্ষণ চন্দ্র ধর’র মাতা- চারুবালা ধর, সংগঠক ও নাট্যজন শরীফ মাহফুজুল হক আপেল’র মাতা-মোতাহার বেগম, নাট্যজন ও সংগঠক সুজয় বসাক’র মাতা- নির্মলা রানী বসাক (মরণোত্তর), নাট্যসংগঠক ও নির্দেশক এমদাদুল হক এমদাদ’র মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সংগঠক ও নাট্যনির্দেশক আনিসুজ্জামান হাসান’র মাতা-নূরজাহান জামান, সংগঠক ও নাট্যনির্দেশক আবুল মনসুর’র মাতা-মোছাঃ ফাতেমা খাতুন, সংগঠক ও অভিনয় শিল্পী সুবীর দত্ত’র মাতা-রেনুবালা দত্ত, লেখক ও নাট্যজন চিত্তরঞ্জন দাস’র মাতা- নীলিমা রানী দাস (মরণোত্তর), কবি ও সংস্কৃতিকর্মী পলাশ দেব’র মাতা-নিয়তি রানী দেব, সংগঠক ও অভিনয়শিল্পী পি.সি. লিটন’র মাতা-রেভা রানী চক্রবর্ত্তী, সংগীত শিল্পী ও নাট্যকর্মী সুরাইয়া আক্তার কাকলী’র মাতা-নূরজাহান বেগম, শিক্ষক ও সংস্কৃতিজন কামরুল হাসান রুবেল’র মাতা-শাহ্নাজ বেগম লিলি এবং সংগঠক ও নাট্যকর্মী রজত কান্তি দেবনাথ’র মাতা-বকুল রানী দেবী। এসময় নারী সংগঠক হিসেবে স্মারক তুলে দেয়া হয় মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামছুন্নাহার এর হাতে। পঙ্ক্তি কুইজ প্রতিযোগিতার পুরস্কার ও শিশুদের আঁকিবুকি বিভাগে রঙ্গভূমি থিয়েটার এর সৌজন্যে পুরস্কার তুলে দেয়া হয় শারমিন আক্তার পপি (পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়),ঐশী সাহা (প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল), রাইয়ান বিন ইসলাম অভি (ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়), আরিশা কানিজ (শ্রেণি চতুর্থ, ময়মনসিংহ ইন্টার ন্যাশনাল স্কুল)। সবশেষে পি.সি লিটনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রঙ্গভূমি থিয়েটারের সাবরিনা জামান নৈরিতা, সেলিম মাহমুদ, পঙক্তি সংস্কৃতি চর্চা কেন্দ্র’র আরাধন চন্দ, সুরাইয়া আক্তার কাকলী, থিয়েটার সংলাপ সদস্য আলিফ হাসান স্বাধীন।
ময়মনসিংহে নারী দিবসে সংস্কৃতিগর্ভা জননী স্মারক ২০১৯ পেলেন ১৪ মা
Date:
Share post: