সালমানঃ সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
ময়মনসিংহ জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ” আন্তর্জাতিক নারী দিবস” উদযাপন উপলক্ষে মানব-বন্ধন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ৬ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সমাজসেবী ও নারী বিষয়ক সংগঠনগুলোর উদ্যোগে মানব-বন্ধন করা হয়। আজ টাউন হলে বিভিন্ন সমাজসেবী সংগঠনগুলো মিলিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মিলানায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তাগন বলেন, নারী কারো দাসত্বের জন্য জন্মগ্রহণ করেনি। সকল র্ধমে নারীদেরকে আলাদা সম্মান দেওয়া হয়েছে। বাংলাদেশের সকল অর্জনে রয়েছে নারীর ভূমিকা। নারীকে বাদ দিয়ে কখনো উন্নতশীল দেশ আশা করা যায় না। নারী শিক্ষার বিষয়ে গুরুত্বও তুলে ধরেন বক্তারা। সেই সাথে নারী অধিকার নিশ্চতকরণের লক্ষ্যে সকলের মনোভাব পরিবর্তন ও সহযোগীতা কামনা করেন। এসময় বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারসহ উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।