পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: তাওহীদুর রহমান ।গত বৃহস্পতিবার ৭ মার্চ তিনি যোগদান করেছেন। এর আগে ওসি মো: তাওহীদুর রহমান জামালপুরের বকশিগঞ্জ থানার ওসির দায়িত্ব পালন করেন। মো: তাওহীদুর রহমান ১৯৮১ সালের ২০ ফেব্রুয়ারী বরিশালের বাকেরগঞ্জ ইছাকুড়া গ্রামে জন্ম গ্রহন করেন। শিা জীবন শেষ করে তিনি ২০০৪ সালে ২ নভেম্বর উপ পরিদর্শক (এসআই) হিসেবে চট্টগ্রাম মেট্টোপলিটনে যোগদান করে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে ২০১৩ সালে ১৪ জুন পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে পদন্নোনতি পেয়ে জামালপুরের সরিষাবাড়ি থানায় যোগদান করেন। এর পর ২০১৮ সালের ৬ অক্টোবর জামালপুরের বকশিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। কর্মজীবনে সফলতা স্বরুপ তিনি ২৫/৩০ বার বিভিন্ন সম্মাননা লাভ করেন।