পূর্বময় ডেস্ক ঃ নারী ও শিশুর অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকার দায়বদ্ধ।তাই বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর”সবাই মিলে ভাবো,নতুন কিছু করো,নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”এই প্রতিপাদ্যে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে,অর্থনীতিতে নারীদের ভূমিকা ক্রমশ বাড়ছে। সর্বশেষ শ্রম জরিপ অনুযায়ী(২০১৬-১৭) ১ কোটি ৯৮ লাখ নারী কৃষি,শিল্প ও সেবাখাতসহ অন্যান্য খাতে কাজ করছে। উক্ত জরিপ অনুযায়ী শ্রমখাতে নারীদের অবদান বেড়েছে ৪.৬% এবং পুরুষদের অবদান বেড়েছে মাত্র ১%।
নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন আইন ও বিধির প্রণয়ন করেন।নারী অধিকার বিষয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আইন ও বিধিসমূহ….
১.নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০
২.বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭
৩. বাল্য বিবাহ নিরোধ বিধিমালা ২০১৮
৪.যৌতুক নিরোধ আইন ২০১৮
৫.পারিবারিক সহিংসতা(প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০
এসব আইনের ফলে বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রসংশিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এসব আইন থাকা সত্ত্বেও গত পাচ বছরে(২০১৪-১৮) ধর্ষণ,গণধর্ষণ,ধর্ষণের চেষ্টা ও ধর্ষণজনিত হত্যা ও সহিংসতার শিকার হয়েছে প্রায় ৪ হাজার নারী ও শিশু কন্যা( সূত্র প্রথম আলো)। সংখ্যাটি বিশাল হয়েছে শুধুমাত্র আইনের যথাযথ প্রয়োগের অভাব,আইনের বিভিন্ন বেড়াজাল,রায় পেছানো,সময়ক্ষেপী তদন্ত,ক্ষমতার প্রভাবকে দায়ী মনে করেন অনেকে।