বাবলী আকন্দঃ সহযোগিতা আর উৎসাহ পেলে নারীরা বিশ্বের সামনে নিজেদের তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। নারীদের মধ্যে আছে যেমন মায়া মমতা, তেমনি তেজ্বসী ভাব। আজ বেসরকারি প্রতিষ্ঠান শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার আয়োজনে তৃনমুল নারীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগন এসব কথা বলেন। এসময় অতিথিবৃন্দ বলেন, যেকোন অন্যায়ের প্রতিবাদ করার মন মানসিকতা ও সাহস নারীদের আছে। ন্যায্য অধিকার রক্ষায় নারীদের পাশাপাশি পুরুষদের সহযোগিতা প্রয়োজন। বর্তমান সরকার নারী উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের নিজেদের উন্নয়নে নিজেদেরই এগিয়ে আসতে হবে। নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে নারীরা। তবুও বিভিন্ন জায়গায় নারীরা অত্যাচার, নিপীড়ন, সহিংসতার শিকার হচ্ছে। নারী প্রতিবন্ধীদের অবহেলা ,অন্যায্যতার কথা তুলে ধরে বলেন, অনেক সময় প্রশাসনের অবহেলাও চোখে পড়ার মতো হয়। সেসব থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় নারী প্রতিবন্ধীদের প্রশাসনের সহযোগিতা জরুরী। এক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি দেয়া প্রয়োজন বলেও বক্তাগন বলেন। এসময় বক্তব্য রাখেন ব্রাদার গিউম, ৪,৫,৬ নং ওয়ার্ড এর সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর খোদেজা আক্তার, এমসিসি’র প্রজেক্ট কো অর্ডিনেটর সুলতানা জাহান, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক পূর্বময়.কম এর বার্তা সম্পাদক বাবলী আকন্দ, ওমেন্স ক্লাবের এসিস্ট্যান্ট সুপারভাইজার চুমকি বিশ্বাস মিতা। আলোচনার পাশাপাশি সহভাগিতা, বিভিন্ন ধরনের খেলা ও এক্টিভিটিস এর মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার কালচারাল অফিসার আসাদুজ্জামান রুবেল,স্বেচ্ছাসেবক নাজমুল হাসানসহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও তৃণমূল পর্যায়ের নারীগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সূবর্ণা পলি দ্রং।