পূর্বধলা প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদে জমে ওঠেছে নির্বাচনী মাঠ। এ লক্ষে নৌকার মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজনের গত কাল মঙ্গল বার ছিল নির্বাচনী সমাবেশ।নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ,ছাত্রলীগ সহ অংগ সংগঠনের নেতা কর্মি ও সর্বস্তরের জনসাধারন এ জনসভায় অংশ নেন এবং শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার দৃড় অঙ্গিকার ব্যক্ত করেন।নেতা কর্মিরা বলেন জাহিদুল ইসলাম সুজন একজন সফল উপজেলা চেয়ারম্যান, এ পর্যন্ত সুুজনের কাছে সাহায্যের আবেদন জানিয়ে নেতা কর্মি থেকে শুরু করে সাধারন জনগন কোন দিন খালি হাতে ফিরে আসেন নাই, সুখে দুঃখে সবসময় কাছে পেয়েছি সুতরাং এমন একজন নেতাই আমাদের প্রয়োজন যাকে সবসময় কাছে পাওয়া যায়। উক্ত জনসমাবেশে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও সাবেক চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, লন্ডন যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার তুহিন আহাম্মদ খান, জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম, মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা মুখলেসুর রহমান ভাসানী, আকাইদুল ইসলাম রুমান, দিদারুল ইসলাম, শেখ মাসুদ রানা সহ আরও অনেকেই।