শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার বৈরাটী ইউনিয়নের মহিমা বাজারে আজ নৌকা প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম সুজন এর পক্ষে প্রচারনায় নামেন নেত্রকোনা জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জামিউল ইসলাম খান জামি।
তিনি নির্বাচনী প্রচারনার পথসভায় তার বক্তব্যে বলেন, উপজেলা নির্বাচনে পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন আমার বড় ভাই, তিনি নেত্রকোনা জেলার সকল যুবকের আইকন। কারন নেত্রকোনা জেলার সকল উপজেলার মধ্যে যুবলীগের তিনিই একমাত্র উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন। তাই আমাদের সকল যুবকের উচিত নৌকার পক্ষে কাজ করা।
তিনি আরও বলেন,আমি শুনেছি নেত্রকোনা জেলা যুবলীগের এক নেতা গত মঙ্গলবার(০৫/০৩/২০১৯) সতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় অংশ গ্রহন করেছেন, আমি তার নাম বলবো না, তিনি মনে হয় পাগল হয়ে গেছেন। আমি আপনাদের বলে যাচ্ছি কোন যুবলীগ নেতা যদি নৌকার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তার বিরুদ্ধে আমরা জেলা যুবলীগ কঠিন ব্যবস্থা নিবো এবং দলের হাই কমান্ডের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিবো।
এই সময় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।