বাবলী আকন্দঃ গত ফেব্রুয়ারিতে মুক্তাগাছার মাইনকোন রায়থোরা (বোর্ড ঘর) এলাকায় গৃহবধূ জান্নাতের আত্মহত্যার প্ররোচনাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে গতকাল ময়মনসিংহের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তাগন জান্নাতের আত্মহত্যার প্ররোচনাকারীদের কঠিন শাস্তি দাবি করেন। তাঁরা বলেন, দিন দিন পারিবারিক সহিংসতা বাড়ছে। প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে যা উদ্বেগজনক। উল্লেখ্য, ময়মনসিংহ কোতোয়ালি থানার সেহড়া ধোপাখলা ( বাঁশবাড়ি কলোনি) এর মোঃ রমজান আলী ও মোছাঃ মাহিনুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস এর সাথে গত বছরে বিয়ে হয় মুক্তাগাছা থানার রায়থোরার ইউছুফ আলী ও রেজিয়ার ছেলে মোঃ উজ্জল এর সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়। জান্নাতের উপর নানাভাবে অত্যাচার শুরু করে তার স্বামী ও শ্বশুরবাড়ি বাড়ির মানুষ। এক পর্যায়ে পাশ্ববর্তী রমজান আলীর বাসায় জান্নাতকে নিয়ে বসবাস শুরু করে উজ্জ্বল। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি সিলিং ফ্যানের সাথে জান্নাতের ব্যবহৃত উড়না দিয়ে পেচানো ফাঁস দেয়া দেহ রমজান আলীর বাসা থেকে উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। এ ব্যাপারে নিহত জান্নাতের পরিবার গত ১৮ ফেব্রুয়ারি মোঃ উজ্জ্বল, আঃ রাজ্জাক, মোঃ রতন,মোছাঃ বুলী, মোছাঃ রোকসানা, ইউছুফ আলী, রেজিয়া, মোছাঃ শান্তাকএ আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ১৬। মানববন্ধনে বক্তব্য রাখেন এড.নজরুল ইসলাম চুন্নু, এড.শিব্বির আহমেদ লিটন, এড.আব্দুল মোতালেব লাল, নারীনেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, আবুল কালাম আজাদ, কাজী বেনু, ইয়াজদানী কোরায়শী এবং অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী। সঞ্চালনায় ছিলেন কবি আলী ইউসুফ।