নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ৫ ম উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে শেখ ফারুক হোসেন এর মনোনয়ন বৈধতা ঘোষনা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বদিউজ্জামান।
সাতক্ষীরা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৬ শে ফেব্রুয়ারী বিকাল ৫ টার মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন এর সমস্ত কাগজ জমা দেওয়ার শেষ দিন ছিলো। সে অনুযায়ী সময়ের মধ্যে শ্যামনগর নির্বাচন অফিসে বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন অফিসারের নিকট জমা দেন শেখ ফারুক হোসেন।
২৮ শে ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই শেষে শ্যামনগরের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফারুক হোসেন এন আয়করের কাগজ পত্র আবেদনের সাথে না থাকায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস প্রাথমিকভাবে প্রার্থীতা বাতিল করে।
সেক্ষেত্রে শ্যামনগরে উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থীতার বৈধতা ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর আপিল আবেদন করেন। জেলা প্রশাসক রবিবার (৩ রা মার্চ) শুনানির দিন ধার্য্য করেন। তিনি আপিল শুনানি শেষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ ফারুক হোসেন এর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।