শিমুল শাখাওয়াতঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা পূর্বধলা উপজেলার নৌকার মাঝি জাহিদুল ইসলাম সুজন তার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে আজ সকাল ১১:৩০ মিনিটে ধলামূলগাও ইউনিয়নের দত্তকুনিয়া বাজারে নির্বাচনী পথসভা করেন।
তিনি বলেন এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। আল্লাহ্, র অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি করেছেন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের গোলাম হয়ে থাকবো।
আর যারা আজ নৌকার বিরোধিত করছেন তারা কোন সময়ই নৌকার ছিলেন না,তারা অপশক্তি ওরা ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ্।নৌকা বিজয়ের পথে।
উক্ত পথসভায় ধলামূলগাও ইউনিয়নের ও দত্তকুনিয়া, জামুদ কান্দাপারা, কুমদী, জুরাম, লাউয়ারী গ্রামের আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ ও সাধারন জনগন অংশগ্রহণ করেন।