আসাদ তালুকদার:
শনিবার(২ মার্চ) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শেহাবি-তে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে দুটি অনুষদের অধীনে তিনটি বিভাগে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। বিভাগগুলো হচ্ছে-কলা অনুষদের অধীনে বাংলা ও ইংরেজি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগ।
নেত্রকোণা জেলা শহরের রাজুর বাজারে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অস্থায়ী ক্যাম্পাসে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান,শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যগণ।