পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় পঞ্চম উপজেলা পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষ্যে অংশীজনদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা আজ রবিবার (৩ মার্চ) বিকাল সাড়ে তিনটায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার চৌধুরী, জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাহসিম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে। প্রধান অতিথি আইন-শৃঙ্খলাকে প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, আচরণ বিধি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করাই প্রশাসনের একমাত্র লক্ষ্য। যাতে ভোটারা নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করা হবে।
তিনি বিশেষ ব্যাক্তি বা দলের প্রতি পক্ষপাত মুক্ত নির্বাচন করার তাগিদ দেন। প্রশ্ন বিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায়। তিনি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কামনা করেন।
বিশেষ অতিথি নেত্রকোনা জেলা পুলিশ সুপার জয়দেব কুমার চৌধুরী বলেন এই নির্বাচনে কাউকে ছাড় দেওয়া হবে না, যে পক্ষই গন্ডগোল করবে তাকেই লাঠিচার্জ প্রয়োজনে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে কঠোর হুশিয়ার করেন, সেইসাথে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটপ্রদান করতে বলেন।
মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, উপজেলা নির্বাচন অফিসার সিহাব উদ্দিন, পূর্বধলা থানা অফিসার ইনচার্জ বিল্লাল উদ্দিন প্রমুখ।
জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) জাহিদুল ইসলাম সুজন, সতন্ত্র প্রার্থী মাছুদ আলম তালুকদার টিপু। সভায় অংশগ্রহনকারিদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারগণ, সাংবাদিক , সূধীজন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।