বাবলী আকন্দঃ ময়মনসিংহ বিভাগের ৫ টি জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এবং ১ টি মহানগর কমিটি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আঞ্চলিক পরিকল্পনা সভা আজ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সুজনের ক্রেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় রাজনৈতিক সংস্কার প্রস্তাবে সবাই একমত পোষণ করেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। এজন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা আর জনগনের সচেতনতার প্রয়োজন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সুজনের সকলকে সহযোগিতার আহবান জানান।পরবর্তীতে বিভিন্ন কমিটি তাদের গতবছরের ও চলতি বছরের কার্যক্রম তুলে ধরেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রেন্দ্রীয় সমন্বয়কারী শামীমা মুক্তা, ময়মনসিংহ মহানগর কমিটির সহসভাপতি এড.শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদক শেখ বাহার মজুমদার, ময়মনসিংহ মহানগর কমিটির সম্পাদক আলী ইউসুফ, শেরপুর জেলা কমিটির সম্পাদক মোঃ শওকত আলী, কিশোরগঞ্জ জেলা কমিটির সহসভাপতি মোঃ ফিরোজউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, জামালপুর জেলা কমিটির সদস্য সেলিনা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ইয়াজদানী কোরায়শী।