বোনরে তুই কই গেলি?
#আসাদ_তালুকদার
বোনরে তুই কই গেলি
মায়ের বুক খালি করি,
আমার যে নাই সাধ্য
কেমনে তোর খোঁজ করি।
মায়ে কয় আমার লিখা
তরে নাকি কাইরা
নিছে তার বুক থিকা।
দালালের বাচ্চা
কইছিল আর লিখিস না
বেশী লেখলে
স্বজন আর পাবিনা।
পারি নাই থামতে
লিখা আমার জান
তার কারনেই তোরে
দিলাম নাকি কোরবান।
বাঁধতি যদি সুখের ঘর
তুই ভালবেসে
আড়াই বছরে পাইতাম খবর
ওই বাতাসে।
তোরে খোঁজতে
গেলাম যখন থানায়,
গাড়িতে ওরা
তেলের টাকা চায়।
তোর খোঁজে গেলাম
জাতি ভাই সাংবাদিকের কাছে,
ওরা সব দেখি দৌড়ায়
দুই টাকার খামের পিছে।
তোরে আর কই খুঁজি
বাপ-পুতে রাস্তায় রাস্তায়
কত মেয়েরেই ডাকলাম
এইটা তুই বুঝি!
মা আমার কয়না কথা,
কেমনে ঢাকি তার ব্যথা।
এখনও তোরে খুঁজি
রাত-দিন এই পেলাম বুঝি।
পাইনা তোরে কোথাও
কে করলো তরে উধাও।
খোদা তুমি নাকি
দয়ার সাগর, তুমি মেহেরবান
তাইলে তুমি দেওনা কেন
আমার বোনের সন্ধান।
তবে জেনো রেখ খোদা
যদি পাই সামান্য লেশ
পাতালপুরে আনব আমি
বোনের অবশেষ।
তুই না ডাকতি আমায়
বলতি সেহেরি কি
ভাইয়া কেউ না খায়?
জোর করে ঘুমের মধ্যে
খাওয়াতি তুই তোর সাধ্যে।
জোর করে কাটতি আমার নোখ
তুইছাড়া আমাদের
ভাঙ্গাঘরে নাইযে কোন সুখ।
হাত কাঁপছে
মোবাইলের স্ক্রিনে পানি
আর পারবোনা
লিখতে আমি জানি।
কবিতাটা সত্যি এবং হারিয়ে যাওয়া বোনটি কবির নিজের বোন। আসুন আমরা সবাই দোয়া করি ভাই যেন বোনকে,মা যেন মেয়েকে ফিরে পায়।