পূর্বধলা প্রতিনিধিঃ
“ভোটার হব, ভোট দিব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১ মার্চ) একটি র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ সিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম, আনসার ভিডিবি অফিসার হাজেরা খাতুন প্রমুখ।