পূর্বময় ডেস্কঃ ৩৫ বিজিবি কর্তৃক দাঁতভাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ১০৫৩/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার চরগয়টাপাড়া এলাকা হতে দাঁতভাংগা বিওপি’র টহল ০২ জন জালনোট পাচারকারী বাংলাদেশী নাগরিক মোঃ আব্দুল মজিদ আকন্দ এর ছেলে মোঃ সাইদুর রহমান (৩৪), গ্রাম-বালুরগ্রাম এবং মৃত- রিয়াজ উদ্দিন এর ছেলে মোঃ মনছের আলী (৩০), গ্রাম- কাউনিয়ারচর, উভয়ের পোষ্ট-দাঁতভাংগা, থানা- রৌমারী, জেলা-কুড়িগ্রামকে আটক করে। আটককৃত ব্যক্তিদের নিকট হতে বাংলাদেশী ৯০টি একহাজার টাকার জালনোট ৯০,০০০/-টাকা, ইয়াবা ট্যাবলেট-০৪টি, মোবাইল সেট-০২টি এবং বাংলাদেশী নগদ-৭৬২/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত জালনোট পাচারকারীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রৌমারী থানায় সোপর্দ করা হচ্ছে বলে জানান ৩৫ বিজিবি এর অধিনায়ক পিবিজিএম এস লেঃ কর্নেল মোঃ নজরুল ইসলাম।