পূর্বময় সংবাদঃ
উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় আরও দুজন সংসদ সদস্যকে এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা হলেন- নেত্রকোনা-৫ ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য।
বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এর আগে রাজশাহী-১ আসনের সংসদ সদস্যকেও একই ধরনের নির্দেশনা দিয়েছিল ইসি।
ইসির কর্মকর্তারা জানান, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস ও নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালকে অনতিবিলম্বে সংসদীয় এলাকা ছাড়তে চিঠি পাঠানো হয়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন।
আগামী ১০ মার্চ থেকে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন।