আসাদ তালুকদার:
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার শিমুলকান্দি বাজারের পাশে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তরিকুল ইসলাম নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নেত্রকোণা সদর উপজেলার সহ. কমিশনার(ভূমি) বুলবুল আহমেদ তালুকদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক মানিকুল ইসলাম, রৌহা ইউনিয়ন ভুমি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।