ময়মনসিংহে আদালত প্রাঙ্গণে অবৈধ স্থাপনা নির্মানের প্রতিবাদে উদ্ভুত পরিস্থিতির ঘটনায় আগামীকাল আইনজীবীদের কোর্ট বর্জন

Date:

Share post:

বাবলী আকন্দঃ আগামীকাল ময়মনসিংহ আইনজীবীগন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলা ও দায়রা জজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন।  আজ জেলা আইনজীবী বার লাইব্রেরিতে ময়মনসিংহ জজ আদালতের জায়গা জবর দখল পূর্বক অবৈধ স্থাপনা নির্মানের পরিপ্রেক্ষিতে উদ্ভুত ঘটনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। এসময় বিজ্ঞ আইনজীবীগন লিখিত বক্তব্যে বলেন, গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি সরকারি ছুটির দিনে জেলা জজ আদালত প্রাঙ্গণ ও জজ আদালতের পরিত্যক্ত হাজতখানার পাশে স্থায়ীভাবে নির্মাণ কাজ শুরু করে। ২৪ ফেব্রুয়ারি জেলা দায়রা জজ আদালত ভবনের সামনে খোলা জায়গায় ইট সুরকি দিয়ে স্থায়ীভাবে নির্মাণ কাজ চলমান থাকায় আদালত ভবনে বিজ্ঞ আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থীসহ অন্যান্যরা তা দেখে হতভম্ব হোন।  এ নিয়ে বিজ্ঞ আইনজীবীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় ।  গত ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক দেখা করে অবৈধ স্থাপনা বন্ধের অনুরোধ জানান। কিন্তু  দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে ওইদিন রাতব্যাপী নির্মাণ কাজ চালু রাখা হয়। ২৬ ফেব্রুয়ারি  নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলা হলে কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা লাঠি সোটা নিয়ে আইনজীবীদের উপর হামলা চালায়। এতে ৪ জন আইনজীবী আহত হোন। আজ ২৭ ফেব্রুয়ারি সকল আদালতের এজলাস কক্ষ কর্তৃত্ব বহির্ভূত বেআইনিভাবে বন্ধ রাখা হয়। এহেন কার্যক্রমের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীগন। সেই সাথে সেরেস্তাদার, পিয়ন এবং অন্যান্য কর্মচারীদের কোনরকম ঘুষ কিংবা টাকা পয়সা না দেয়ার আহবান জানান। যদি কোন আইনজীবী দেন তবে তার সনদ বাতিল করা হবে বলেও ঘোোষণা দেন।    আইনজীবীদের উপর হামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টের জন্য অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়াও গণমাধ্যমকর্মীদের সুষ্ঠু ও সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের আহবান জানান।      এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোঃ আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.জালাল উদ্দীন খান, সাধারণ সম্পাদক এড. বদর উদ্দিন আহমেদ, এড বিকাশ রায়সহ অন্যান্য আইনজীবীগণ। উল্লেখ্য, উন্মুক্ত জায়গাটিতে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণের নকশা সরকারের মূল পরিকল্পনায় নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কলমাকান্দায় মসজিদের জায়গা দখলমুক্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কলমাকান্দায় সিধলী বাজার জামে মসজিদের রেকর্ড ভুক্ত জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।...

যৌথ অভিযানে নেত্রকোনায় ২৪৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২৪৩ পিস ইয়াবাসহ নূর আহম্মদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে...

শেখ হাসিনার পদত্যাগে গরু জবাই করে ভূরিভোজ বিএনপি’র কর্মীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনন্দে গরু জবাই করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসীদের গরু...

ধীমান কবি অ্যাড. শাহ্ নেওয়াজ ফকির এঁর প্রয়াণে নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিবেদক: ধীমান, কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর প্রয়াণে নেত্রকোনায় নাগরিক...