স্টাফ রিপোর্টার ঃ সারা বাংলাদেশে বর্তমান সরকার জজকোর্ট নির্মাণ করছেন। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জজকোর্ট সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হয়েছে। নির্মিত ময়মনসিংহ জর্জকোটের সামনে জাজশিপ, বিজ্ঞ আইনজীবী এবং বিচারপ্রার্থীদের সুযোগ সুবিধা বিবেচনা করেই কোর্ট প্রাঙ্গণে খোলা জায়গা রেখেই এ ভবন নির্মাণ করা হয়েছে বলে সকলে জানেন। কিন্তু বর্তমানে জেলা দায়রা জজ আদালত ভবনের সামনে খোলা জায়গায় ইট সুরকি দিয়ে স্থায়ীভাবে নির্মাণ কাজ চলমান থাকায় আদালত ভবনে বিজ্ঞ আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থীসহ অন্যান্যরা তা দেখে হতভম্ব হোন। এ জায়গাটিতে আইনজীবীদের গাড়ি পার্কিং এবং বিচারপ্রার্থীদের বসার জন্য উন্মুক্ত ছিল। কিন্তু স্থায়ীভাবে স্থাপনা নির্মানে তা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। এ নিয়ে বিজ্ঞ আইনজীবীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. বদর উদ্দিন আহমেদ জানান, উন্মুক্ত জায়গাটিতে গাড়ি পার্কিং এর ব্যবস্থা ছিল। উন্মুক্ত জায়গাটিতে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণের নকশা সরকারের মূল পরিকল্পনায় নাই। এখানে স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ হলে আদালত প্রাঙ্গণে নিরাপত্তাসহ অন্যান্য অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই এখানে স্থাপনা নির্মাণ না হওয়াই ভালো। যেহেতু বিজ্ঞ আইনজীবী ও বিচারপ্রার্থীরা এ স্থাপনা নির্মানের পক্ষে নয় তবে কেন এ ধরনের স্থাপনা নির্মাণ করা হচ্ছে তা সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি আইন মন্ত্রনালয়ের দৃষ্টিতে নেয়া উচিত বলে মত প্রকাশ করেন অনেকেই।