আসাদ তালুকদার:
আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।
এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৬৫ হাজার ৪শত ২৩ জন। পুরুষ ভোটার ৩২ হাজার ৯ শত ৮৬ জন, মহিলা ভোটার ৩২ হাজার ৪ শত ৩৭ জন।
উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার। বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সামছুজ্জামান তালুকদার – সুয়েব সিদ্দিকী। ভাইস-চেয়ারম্যান পদে (পুরুষ) ৭ জন ও মহিলা- ভাইসচেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় এগিয়ে জেলা ছাত্রলীগ নেতা দেওয়ান আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন হেপী রায়।