এফ অার হৃদয়:
ময়মনসিংহ জেলার, গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কৃতি সন্তান সোহান বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্র সংসদ ভিপি পদ প্রার্থী। অাসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজের ও ছাত্রলীগ প্যানেলের সকলের জয়ের জন্য এলাকাবাসীর দোয়া চেয়েছেন তিনি।
জানা যায়, মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ এলাকায় বেড়ে ওঠেন মো:মারিয়াম জামান খান(সোহান)। বাবা-মৃত আব্দুর রহমান এবং মাতা সালমা বেগম ঘরে জন্ম সোহানের।তিন ভাইয়ের মধ্যে ২য় সন্তান তিনি। শ্যামগঞ্জ এলাকার হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিপি মামা মরহুম অাতিকুর রহমান রতন (ভিপি রতন) এর সংস্পর্শে ছোট বেলা থেকে ছাত্র রাজনীতির প্রতি প্রবল অাকর্ষণ ছিল সোহানের।
মেধাবী সোহান ২০১০ শ্যামগন্জ উচ্চ বিদ্যালয় থেকে নিম্ম মাধ্যমিক এবং ২০১২ সালে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ২০১৩-১৪ শিক্ষবর্ষে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয় মো:মারিয়াম জামান খান(সোহান)। বর্তমানে তিনি সমাজবিজ্ঞান বিভাগে অধ্যায়রত রয়েছেন।
এদিকে ছাত্র রাজনীতির প্রতি তাঁর তীব্র ভালবাসা থাকায় হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর ছাত্রবান্ধব রাজনৈতিক কর্মকান্ডে অাসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সূর্যসেন হল ছাত্র সংসদের ভিপি পদে মনোনয়ন পান তিনি।
অাসন্ন ডাকসু নির্বাচনে এলাকাবাসীর দোয়া চেয়ে মো:মারিয়াম জামান খান(সোহান) বলেন, ছোট বেলা থেকেই রাজনীতির প্রতি তীব্র অার্কষণ ও এলকাবাসীর দোয়াতে এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অাদর্শ লালন করে এই পযন্ত অাসতে পেরেছি। অাসন্ন ডাকসু নির্বাচনে যাতে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল জয়যুক্ত হতে পারে সেই লক্ষে সকলের কাছে দোয়া চাইছি।