ময়মনসিংহ প্রতিনিধিঃ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়,গতকাল ২৪ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক-প্রকাশক একেএম বাপ্পী চৌধুরীর সভাপতিত্বে সিনিঃ সাংবাদিক স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি প্রদীপ কুমার ভৌমিক, মনির চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুর রহিম মিন্টু, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক শরাফত আলী শান্ত, কার্যকরি পরিষদের সদস্য সুধাংশু কুমার সরকার, দীপক চন্দ্র দে, মোঃ মাসুম বিল্লাহ, ফারজানা আক্তার ঝুমু প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার সজল কোরায়শী।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন।