শিমুল শাখাওয়াত:
আজ (২৪/০২/২০১৯) স্বজন-সুহৃদ এর আয়োজনে ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৪ টায় ময়মনসিংহের বিখ্যাত কবি সালমা বেগ এর তৃতীয় কাব্যগ্রন্থ
” এ প্রহরে বৃষ্টি ও প্রহরে রোদ” এর প্রকাশনা উৎসব ও স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়।
কবি শামীম আশরাফ এর সঞ্চালনায় ও কবি ফরিদ আহমদ দুলাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কবি মোশাররাফ করিম, অতিথি ছিলেন কবি জাহাঙ্গীর ফিরোজ।
আলোচনায় ছিলেন, কবি শামসুল ফয়েজ,কবি আশরাফ মীর, কবি গাউসুর রহমান ও কবি মামুন রনি।