কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে
তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকায় চূড়ান্ত হয়েছেন এবং উপজেলার নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য,আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, ইডেন কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, বনগ্রাম ইউনিয়নের কৃতিসন্তান তানিয়া সুলতানা হ্যাপী।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সভা শেষে রাতে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলাসহ মোট ১২৭টি উপজেলার চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, তানিয়া সুলতানা হ্যাপী কটিয়াদি উপজেলার বিভিন্ন গ্রামেগঞ্জে উপজেলার চেয়ারম্যান পদে দীর্ঘ দিন ধরে গণসংযোগ করে আসছিলেন। তাছাড়াও তিনি সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন ফরম তুলেছিলেন। পূর্বময় ডটকম এর প্রতিনিধি কে তানিয়া সুলতানা হ্যাপী বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত করে আরো বেশি শক্তিশালী করার জন্য এবং শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।