পূর্বময় ডেস্ক ঃ বদলে যাও ,বদলে দাও স্লোগানে বিশ্বাসী ময়মনসিংহ সিটি করপোরেশন এর নির্বাচনে ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী দীপক চন্দ্র দে। ময়মনসিংহ সিটি করপোরেশন এর নির্বাচনে তিনি সকলের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া চেয়েছেন।
তিনি সবার উদ্দেশ্যে বলেন ‘ কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া…
মানুষ মানুষের জন্য…..
আর সেই মানুষের জন্য যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তা করা সম্ভব । আমার সেই ইচ্ছা পূর্ণমাত্রায় আছে।
শুধু চাই আপনাদের দোয়া, সমর্থন আর ভালোবাসা….!
গতবার আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে অনুপ্রেরণা দিয়েছেন, তাদের এই অনুপ্রেরণা আজ সকলের ভালোবাসায় আমাকে এগিয়ে দিয়েছেন কল্যাণের জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সকল বন্ধুদের গত নির্বাচনে ও আপদে বিপদে পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্নেহ ছাত্র, শ্রদ্ধা ভাজন সাংবাদিক, সাংস্কৃতিক , আইনজীবী, ডাক্তার, ইন্জিনিয়ার,সমাজকর্মী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সকল পেশাজীবি দল মত নির্বিশেষে আমার সব সময়
মঙ্গল কামনা কারীদের।