পূর্বময় ডেস্কঃ
নেত্রকোনায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি হাবিবা রহমান খান শেফালীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে নেত্রকোনা জেলা আওয়ামী লীগ অফিসে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এই সংবর্ধনা প্রদান করেন।
এছাড়াও জেলার আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবকলীগ, যুবলীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, বিশিষ্ট সমাজ সেবক প্রতিমন্ত্রীর সহধর্মিনী কামরুন্নেছা আশরাফ দীনা, পৌরসভা মেয়র নজরুল ইসলাম খান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তপসির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ভজন দাসসহ দলীয় নেতাকর্মীরা।
পরে অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সংরক্ষিত আসনের এমপি শেফালী বলেন, নেত্রকোনায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংরক্ষিত এমপি রয়েছে। আমরা সকলে জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে একসাথে কাজ করে যাব।