বগুড়া প্রতিনিধি : সুস্থ্য বিনোদনের মাধ্যম হিসাবে বাংলাদেশ কমেডি ক্লাবের অঙ্গসংগঠন হিসাবে বগুড়া কমেডি ক্লাব আত্মপ্রকাশের পর থেকেই বিষেশ অবদান রেখে চলছে। আজ ২১ শে ফেব্রুয়ারি ২০১৯ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বগুড়া কমেডি ক্লাব দিবসটি উৎযাপন করে। ক্লাবের সদস্যরা সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিববটির উৎযাপন শুরু করে। বগুড়া কমেডি ক্লাবের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান, কবিতা আবৃতি, প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ সহ বিভিন্ন আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নেয়, ক্লাব সংগঠক, রিপন খান অভি, মোঃ মোহানুর রহমান, লিমন হোসেন, রাহাত হোসেন ও নিবেশ সরকার প্রমুখ।