এখন একুশে____
আরমান ইমন____
বাড়িতে, অটোতে
কভার ফটোতে
‘বাংলা’র ছড়াছড়ি।
সবাই মিলে
করবে বরণ
একুশে ফেব্রুয়ারি।
সারাবছর –
ইংলিশ, বাংলিশ
মডার্ন রে ভাই।
প্র্যাস্টিজ যে যায়
সব বললে বাংলায়।
ইয়ো ব্রো, ইয়ো ব্রো, বুঝবে টা কী?
আল্ট্রা মডার্ন হয়ে থাকি।
তবেই তো হয় জাতি উন্নত
হয় চির মহান
এভাবেই করি ভাষার কল্যাণ।
আনি আমরা ‘বাংলা’য় সমৃদ্ধি,
হেটার্সরা বলে বাংলিশ মারি।
ইয়ো ব্রো, ইয়ো ব্রো, বুঝবে টা কী?