আমার কাছে একুশ মানে
আসাদুজ্জামান তালুকদার
আমার কাছে একুশ মানে
আমরা নইতো ভীরু
একুশ মানে
ইউনিকোডে বাংলা বর্ণের শুরু।
আমার একুশ মানে
বুকের ভিতর সালাম বরকত রফিক জব্বার
বিজয় কিবোর্ডে
অপপ্রচারের জবাব ধুন্দুমার।
একুশ মানে হঠাত করে
গর্জে উঠা যুদ্ধাভিযান
জীবন গেলেও রাখব আমি
আমার বাংলা মায়ের মান।