পূর্বধলা প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নৌকার মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজন, আজ বিশকাকুনী ইউনিয়নের সরিস্তলা বাজারে ব্যপক গনসংযোগ করেন ।
এছাড়াও তিনি বিষমপুর, নৈগাও, দুবারহী,হাটকান্দা, কুমারখালী বাজারে গনসংযোগ করেন। জাহিদুল ইসলাম সুজনের উপস্থিতি তে সাধারন জনগন ও বাজারের ব্যবসায়ী রা আনন্দ প্রকাশ করেন।
এসময় নৌকার মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজন বলেন, আপনারা আমার পাশে থাকবেন ,নৌকা বঙ্গবন্ধুর ,নৌকা শেখ হাসিনার, নৌকার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে কোন ছাড় দেওয়া হবে না ।আপনারা পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন, নৌকার বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ্।