নেপাল ধরঃ ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নের রাজাগঞ্জ (সাহেব কাচারী) বাজারে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের ব্যাপক জাকজমক আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রাজাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ তোফাজ্জল হোসেন তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ মীর।
এছাড়াও লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের রেক্টর মোঃ রফিকুল ইসলাম, চর নিলক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক মন্ডলসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।