বাবলী আকন্দঃ ময়মনসিংহের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ তার সেই পুরনো রুপ হারিয়েছে। নদে বিভিন্ন জায়গায় পানি শুকিয়ে চর জেগেছে। মৃতপ্রায় এই নদকে বাঁচানোর তাগিদে ‘আমাদের বাঁচতে দাও’ এই স্লোগানে গতকাল ব্রহ্মপুত্রের বুকে আইইডি এর সহযোগিতায় জনউদ্যোগের আয়োজনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তাগন নদের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এই মৃতপ্রায় নদকে বাঁচানোর দায়িত্ব আমাদের নিজেদের। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পুরাতন এ নদকে আবার নতুন করে বাঁচিয়ে তোলার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌস আরা মাহমুদা হেলেন,এড,শিব্বির আহমেদ লিটন,এড আব্দুল মোতালেব লাল,এড.আবুল কাশেম,শিক্ষকনেতা সুলতান উদ্দিন আহমেদ, লীলা রায়,ইয়াজদানী কোরায়শী,মুক্তিযোদ্ধা বিমল পাল,স্বাধীন চৌধুরী,গোলাম সারোয়ার হেলাল,সারোয়ার জাহান,শিবানী পাল,আমিরুল ইসলাম সাগর,আফরোজা আক্তার কনা,রাজু খানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। মানববন্ধনে সভাপতিত্ব করেন জনউদ্যোগের আহবায়ক এড. নজরুল ইসলাম চুন্নু।