আসাদ তালুকদার:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বারহাট্টা উপজেলা চেয়ারম্যানপদে নৌকার মনোনয়ন পাওয়া অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বেশ জোরেশোরেই।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ফিরিস্থি তুলে ধরে নৌকা প্রতীকে ভোটারদের কাছে ভোট চাইছেন।
উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন রাতদিন ভোটারদের বাড়ি বাড়ি, যোগ দিচ্ছেন বিভিন্ন পথসভায়।
নির্বাচনে জয়ী হলে বারহাট্টা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলা করতে তৃণমূল জনগোষ্ঠীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকারও করছেন তিনি।