হারিয়ে যাওয়া প্রকৃতির গল্প
বাবলী আকন্দ
নদীর শান্ত ঢেউয়ের প্রতিটি দোলায়
আমার মন দুলে উঠে
দোলায়িতচিত্তে আমি তোমায় দেখি
কি শান্ত সুন্দর হাসিতে মানিয়ে নাও সব।
প্রকৃতি পায়নি তখনও ছোয়া
রোদ বাতাসের খেলা।
সেই অপার সৌন্দর্য তোমার শান্ত
চোখে ধরা দেয় দুষ্টুমির ছলে।
তুমি মিটিমিটি হাসো আর
তাকিয়ে থাকো নদীর শান্ত জলে।
তারপর একটা সময় বলে উঠ
‘আজ দিনটি কেমন ঠান্ডা!!
আমিও সাথে সাথে উত্তর দেই
‘তোমার জন্যই হয়তো
প্রকৃতির এ আয়োজন।
এতো কষ্ট করে এলে
সেই দূর থেকে।’
আবারও সেই তোমার হাসি।
সেই হাসি দেখতে আবারও
তোমার মুখপানে চাওয়া।
মাথায় দুষ্টুমি খেলা করে
কিন্তু নিরেট বোকাসোকা একটা
মানুষকে বোকা বানানো যায়!!
তোমার সেই বাইকটার কথা মনে আছে!
চালাবো বলে বায়না ধরেছিলাম।
ব্যস! বাইকের ক্লাস, এক্সিলেটর,ব্রেক
দেখাতে গিয়ে উষ্ণতার ছড়াছড়ি।
হাতে হাত আর কাধের উপরেই
খুব কাছে তোমার নিঃশ্বাস।
একমুহূর্তের জন্য অন্যমনস্ক।
ভালোলাগা ঘিরে ধরে।
তবে তোমার সেই স্পর্শ
আমার ভালোলাগায় আর
তোমার শান্ত হাসিতে
নোংরামির চিহ্নটুকু পাইনি।
মজা করে বলেই ফেলি তোমায়
‘পবিত্রতার স্পর্শ প্রতিদিন পেতে চাই।’
তোমার সেই বোকা হাসি
আবারও মোহিত করে আমায়।