বাবলী আকন্দঃ
শিল্পকলার বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য ময়মনসিংহের আলোকিত সংস্কৃতজন ও সংগঠনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ ২০১৮ ও ২০১৯ আগামী ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৩০ মি.ময়মনসিংহে জেলা শিল্পকলা একাডেমিতে প্রদান করা হবে। জেলা শিল্পকলা একাডেমি ২০১৮ সম্মাননা যারা পাচ্ছেন তাঁরা হলেন কন্ঠ সংগীতে মোঃ আমজাদ হোসেন, নাট্যকলায় মোঃ সাইফুল ইসলাম দুদু, আবৃত্তি (উপস্থাপনা)তে মোঃ সারওয়ার জাহান, লোক সংস্কৃতিতে এ.কে.এম হাসিম উদ্দিন, আঞ্চলিক সৃজনশীল সংগঠন ঝিলিক নাট্য সংস্থা এবং ২০১৯ সম্মাননা যারা পাচ্ছেন কন্ঠ সংগীতে বাউল সুনীল কর্মকার, নৃত্যকলায় মোঃ জয়নাল আবেদীন, নাট্যকলায় নিজাম মল্লিক নিজু, আবৃত্তিতে আনোয়ারা সুলতানা, আঞ্চলিক সৃজনশীল সংগঠন সন্দীপন সাংস্কৃতিক সংস্থা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম.খালিদ বাবু, বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডি.আই.জি নিবাস চন্দ্র মাঝি বিপিএম, জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইকরামুল হক টিটু, বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর শাখার সভাপতি মোঃ এহতেশামুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল। সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড.সুভাষ চন্দ্র বিশ্বাস। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আরজু পারভেজ।