বাবলী আকন্দঃ
কপিরাইট আইনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একশত বিশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা করেছেন চিত্রশিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক। আজ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনি বলেন, ‘কাজী নজরুল ‘ প্রতিকৃতি শিল্পকর্মের বিধি বহিভূর্ত ব্যবহার করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন ২০১৭ সালের ১৯ এপ্রিল এর স্যুভেনিরে। শিল্পীর অনুমতি ছাড়া শিল্পীর শিল্পকর্ম ব্যবহার উচিত নয়। এমন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের এরুপ আপত্তিকর কর্মকান্ড কোন অবস্থাতেই কাম্য নয়। ১৬”×২০” ক্যানভাসে এক্রিলিক পেইন্টিং এ ২০১২ সালে আঁকেন শিল্পী ফারুক। ছবিটি নজরুল মেলা ও ইউটিউবে নজরুল গীতির কয়েক হাজার সঙ্গীতের সাথে এই ছবিটি ব্যবহৃত হয়েছে। ১ম সমাবর্তনের স্যুভেনিরটিতে দেখা যায়, স্যুভেনিরের প্রচ্ছদসহ মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, উপাচার্য প্রমুখের বাণীর পৃষ্ঠাসহ প্রায় প্রতিটি পাতায় এই শিল্পকর্মটি উল্টো করে মূদ্রণ করা হয়েছে। উল্টো করে মূদ্রণ করার কারনে শিল্পীর নামটিও উলটে গেছে। প্রকাশনার কৃতজ্ঞতা স্বীকারে কোথাও শিল্পীর নাম পাওয়া যায়নি। চিত্রশিল্পী ফারুক জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে বৃহত্তর ময়মনসিংহের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চারুকলার শিক্ষক শূন্যতার দরুন ড্রইং কর্মশালা নিজ খরচে করে থাকি। এই মামলা থেকে আদায়কৃত অর্থের সিংহভাগ ব্যয় করা হবে এই প্রজেক্টে। বিশ্ববিদ্যালয়ে গত বছরের ৬ ফেব্রুয়ারি উকিল নোটিশ পাঠানো হলেও এ ব্যাপারে তাঁদের কোন সাড়া পাওয়া যায়নি। তাই এ বছর ১৪ ফেব্রুয়ারিতে কপিরাইট আইনে ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি শুনানি হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জজ কোর্টের এডভোকেট মোহাম্মদ খালিদ হোসেন, এড.লিটন দাস,এড সাদেক রেজাসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।