তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে মোসারেফ হোসেন দুলাল

Date:

Share post:

 

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক পাওয়ার দৌড়ঝাপে আলোচনায় শীর্ষে তারুন্যের অহংকার বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোসারেফ হোসেন দুলাল এগিয়ে আছেন।

তিনি দলীয় মনোনয়ন পাওয়ার সবুজ সংকেতের অপেক্ষায় দলের নীতি নির্ধারকদের আলোচনায় রয়েছেন। তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যান বিগত দিনে দলীয় কর্মকান্ডের পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সংম্পৃক্ত রেখেছেন।

ধানমন্ডি আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন ও জমা দিয়েছেন। ব্যক্তি, সামাজিক এবং রাজনৈতিক দিক বিবেচনা করে সদালাপী এই নেতাকে দলীয় মনোনয়ন দিবেন এমনটাই প্রত্যাশা দলীয় নেতা কর্মী এবং স্থানীয়দের।

অপরদিকে, মোসারেফ হোসেন দুলালের পক্ষে নির্বাচনি গণসংযোগে মাঠে নেমেছেন তজুমদ্দিনের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। দীর্ঘদিন যাবত প্রতিটি পাড়া মহল্লায় বাড়ি বাড়ি ও তজুমদ্দিনের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুলালের জন্য দোয়া চেয়েছেন তার কর্মী ও সমর্থকরা।

জানা যায়, বিগত জামাত বিএনপি জোট সরকারের আমলে দলের দুর্দিনে দলীয় নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল ছিলেন সাবেক এই চেয়ারম্যান। তজুমদ্দিনের রাজনীতিতে তার দক্ষ নেতৃত্বে সু-সংগঠিত ছিলো প্রতিটি সংগঠন। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিয়েছেন অনেক বেকার যুবকদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন কে বিজয়ী করার জন্য মাঠে ও পাড়া মহল্লায় ছিলো তার সরব উপস্থিতি। তজুমদ্দিনের সকল উন্নয়ন কাজে এমপি শাওনের পাশে থেকে তৃণমূল পর্যায়ে কাজ করেছেন তিনি।

মোসারেফ হোসেন দুলাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার মানষিকতা নিয়ে আমি দলীয় কর্মকান্ড পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন থেকে মাঠে কাজ করছি, দলীয় ভাবে আমাকে মনোনয়ন দিলে সকলের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারবো বলে আশা রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

সড়ক দূর্ঘটনায় পূর্বধলার মেধাবী ছাত্র তানভীর নিহত

পূর্বধলা প্রতিনিধিঃ স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন। বাবা-মা দেশের মুখ উজ্জ্বল করবেন। ছিলেন প্রচণ্ড পরিশ্রমী...

পূর্বধলায় যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ৫

শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায় অভিযান চালিয়ে ম্যাগজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনীর...

পূর্বধলায় মাছ ধরা কে কেন্দ্র করে নিহত ১

মোঃ শাখাওয়াত হোসেন শিমুলঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত...

পূর্বধলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

মোঃ শাখাওয়াত হোসেন শিমুলঃনেত্রকোনার পূর্বধলা সার্বজনীন পূজা মন্দির এর উদ্যোগে সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা ও আলোচনা...