সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে হোগলা বাজারে দেওয়ান সুপার মার্কেটস্থ শরীফ টেলিকম নামীয় এ শাখা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন খান, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল খালেক, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ শফিকুল ইসলাম সোহেল, সাকিব ট্রেডার্স’র ক্যাশ এন্ড আইটি অফিসার সাদ্দাম হোসেন, শরীফ টেলিকমের প্রোপ্রাইটর আজিজুল বারী শরীফ, ডাঃ আশরাফ উদ্দিন তাং, হামিদুর রহমান বাবুল, শহীদ ব্যাপারী প্রমুখ।
আলোচনা শেষে অতিথিগণ ফিতা কেটে শাখা অফিস উদ্বোধন করেন।