গজল
“” মোহাম্মদ রাসূল “”
মোঃ রফিকুল ইসলাম খান
মক্কা মদিনার ফুল
মোহাম্মদ রাসূল —(সাঃ)
ধন্য ধন্য ধন্য হইলো
মা আমেনার কোল ( ২ ) — ঐ
মানুষ রূপে মানুষ হয়েই এলেন রাসূল
মানুষের ভুল ভাঙ্গাতে হইলেন ব্যাকুল —
কালেমার দাওয়াত আল্লাহ্ করিলো কবুল
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল —
মক্কা মদিনার ফুল
মোহাম্মদ রাসূল —(সাঃ)
ধন্য ধন্য ধন্য হইলো
মা আমেনার কোল —- ঐ
এসেছিলেন পৃথিবীতে যত নবী রাসূল
সব নবীর অগ্রগামী ইমাম মোহাম্মদ রাসূল –
সেই নবীজির প্রেমে যারা দুনিয়ায় মশগুল
পাড় হইবেন হাশর মিজান পুলসিরাতের পুল –
মক্কা মদিনার ফুল
মোহাম্মদ রাসূল — (সাঃ)
ধন্য ধন্য ধন্য হইলো
মা আমেনার কোল — ঐ
————————————————