তুই ছিলি মোর
ইনফ্রাচুয়েশন
আসাদ_তালুকদার
সিরাজগঞ্জের মাইয়ারে তুই
আমারে প্রেম শিখাইয়া
কই গেলি কই?
কথা ছিল আমার হবি
এই মনে একেছিলাম তোরই ছবি,
কত জনে কত কি কয়
আমার পরান
তোর পানে
চাইয়া রয়।
মন নিলি জন নিলি
একবুক জ্বালা দিলি।
কইলজা জুড়ে
ছিলিরে তুই
এখন কই গেলি,
আমার রক্তে
রাঙ্গাইলি তোর হলি।
ভাবতাম আমি তুইছাড়া
হয়ে যাবো পাগলপারা,
এখন দেখি
তুই ছিলি মোর
ইনফ্রাচুয়েশন
নরম মনের
আজাইরা ইমোশন।
ভালো থাকিস মনে রাখিস
সামনে পড়িস না,
দেখলে তোরে
গাজ্বলে, আর কান্দাইসনা
অযথারে তুই
ফেতনা বাজাইসনা।