সালমা আক্তারঃ
ময়মনসিংহে সিটি কর্পোরেশনের উদ্যোগে রিজিলিয়েন্ট, ইনক্লুসিভ এন্ড ইনোভেসিভ সিটি’স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গতকাল টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা সভা,র্যালী এবং পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়। নগরকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে আমাদের সকলের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সিটি কর্পোরেশনের সহায়তায় বর্জ্য মুক্ত করা সম্ভব। সিটি কর্পোরেশনের প্রশাসকের উদ্যোগে ও রিজিলিয়েন্ট, ইনক্লুসিভ এন্ড ইনোভেসিভ সিটি’স ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে ৮ন ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড তৈরির দাবি করেন উক্ত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক হাসান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৭,৮,৯ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর হামিদা পারভিন,রিজিলিয়েন্ট, ইনক্লুসিভ এন্ড ইনোভেসিভ সিটি’স ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান দিদ্দার,মানব বর্জ্য ব্যবস্থাপনার সুপারভাইজার ডেইজি আক্তার মিতু, থানার ঘাট সমবায় সমিতির সভাপতি শহীদুল ইসলাম শহিদ, সেক্রেটারি সুরুজ আলী, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ব্যক্তিবর্গ ও ভলান্টিয়ারগণ। উক্ত আলোচনা সভার সভাপতি সাবেক কাউন্সিলর ফারুক হাসান সমাপ্ত ঘোষণা করেন।