আসাদ তালুকদার:
আজ বুধবার (পহেলা ফাল্গুন) নেত্রকোণায় দু’দিনব্যাপী ২৩তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়েছে। এবার এই পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক ড. রফিক উল্লাহ খান এবং খ্যাতিমান কবি মারুফুল ইসলাম। এ পুরুষ্কার আগামীকাল উৎসবের দ্বিতীয় দিন প্রদান করা হবে। আজ সকালে জেলা সদরের বকুলতলা চত্বরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসব উদ্বোধন করা হয়। নেত্রকোণা ও বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যকরা উৎসবে এসেছেন।
উৎসবে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় প্রতি বছর দেশবরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দেয়া হয়।