আসাদ তালুকদার:
নেত্রকোনার গ্রামবাংলার লোকায়ত সংস্কৃতির অনেকটা জুড়ে আছে বেদে সমাজ। গল্প, কবিতা, উপন্যাস থেকে শুরু করে সেলুলয়েডের পর্দায় কত রূপে বেদে-বেদেনী উপস্থিত হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নেই। এখন আর আগের মতো বহর নিয়ে ঘুরে বেড়ানো বেদে নারী-পুরুষের তেমন একটা দেখা যায় না। আমাদের লোকজ সংস্কৃতির ধারা থেকে ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে সমৃদ্ধ এ ধারাটি।
বস্তুত নেত্রকোনা থেকে বেদে সম্প্রদায়ের অস্তিত্ব এখন বিলুপ্তির পথে। ক্রমেই তাদের সংখ্যা কমছে। বেদে সম্প্রদায়ের চিরাচরিত জীবন-প্রণালি ধ্বংসের মুখে। বর্তমানে বেদেদের একটি বড় অংশ ঠিকানাবিহীন ও অনিশ্চিত জীবনযাপন করছে। জীবিকার সন্ধানে তারা খুঁজে নিচ্ছে নানা পথ।
বেদে সম্প্রদায় হাজার বছর ধরে বাংলা সংস্কৃতির একটি উপাদান হয়ে রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ গীতিকায় বেদে সম্প্রদায়ের উল্লেখ রয়েছে অনেকবার।
এদের হারিয়ে যেতে না দিয়ে বাংলার ঐতিহ্য হিসেবে সরংক্ষণ করা উচিত। এ জন্য তাদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তাদের সামাজিক ও আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।